আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ

৩২৩ পৌরসভার মেয়র অপসারণ

by Prokash Kal
১৩৭ views

দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও কর্মস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। ফলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আবার জনগণও সেবা বঞ্চিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে গত ১৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যরা কোথায় আছেন জানতে চাওয়া হয়।

একইদিনে স্থানীয় সরকার বিভাগ একটি আদেশ জারি করে। আদেশে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালিয়ে নিতে সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে প্রধান নির্বাহী কর্মকর্তাকে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার কথা বলা হয়।

ওই আদেশের পর রবিবার চট্টগ্রামের হাটহাজারি পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। এর মধ্য দিয়ে সিটি করপোরেশন-পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ শুরু হলো, যা নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য দুঃসংবাদ বটে।

অবশ্য এর আগে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের বিধান রেখে চারটি আইন সংশোধন করে দুটি করে নতুন ধারা যোগ করা হয়।

আইনগুলো হচ্ছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯; স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯; জেলা পরিষদ আইন ২০০০ এবং উপজেলা পরিষদ আইন ১৯৯৮।

সংযোজিত দুটি ধারার একটিতে যুক্ত করা হয়, সরকার বিশেষ পরিস্থিতিতে এসব সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারবে। অন্য একটি ধারায় বলা হয়, এসব প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনের উদ্দেশে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।

(সীমান্তবাংলা/১৯আগস্ট/জে আর)

সংবাদটি শেয়ার করুন

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত