
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা, সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক মাহফুজ সরকার বিদ্যুৎ (৪৮) নিহত হয়েছেন। তিনি মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। ।
জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত্রী আনুমানিক ৯টা ১৩ মিনিটের দিকে মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কৃষ্ণপুরে ফেরার পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একদিলতলা বাঁশের হাটে পৌঁছামাত্র একটি বাঁশ বোঝাই ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হলে ভুটভুটি পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার বেলা ১১ টার দিকে বিদ্যুৎ সরকারের নিজ গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে বিদ্যুৎ সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত মাহফুজ সরকার বিদ্যুতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে মোহনপুর থানায় সড়ক আইনে একটি মামলা রজু করা হয়েছে বলে জানান, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।