
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী ভদ্রা এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ব্যবসায়ীকে মারধর , দোকানে হামলা ও ব্যাপক লুটপাট চালিয়েছে।
সন্ত্রাসীদের হামলায় দোকানের দুইজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
ঘটনা সূত্রপাত হয় আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে। এ সময় রাস্তায় চলাচলকারী একজন পথচারীর সাথে একজন শ্রমিকের ধাক্কা লাগে। এই ধাক্কাকে কেন্দ্র করে ওই পথচারী ১৫/২০ জন সন্ত্রাসীকে ডেকে এনে ব্যবসায়ীকে মারধর ও দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এই ঘটনা কে কেন্দ্র করে ভদ্রা এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ব্যবসায়ী বজলুর রশিদ ২০ জনকে আসামি করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, অভিযোগটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।