৪১৬


নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর শিক্ষার্থীরা ।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পরেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাত সাড়ে ১০ টার দিকে আনন্দ মিছিল নিয়ে আসে এবং চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্ররা এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।