আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী জেলা ও মহানগরে জামায়াতের আমির হলেন যারা

রাজশাহী জেলা ও মহানগরে জামায়াতের আমির হলেন যারা

by Prokash Kal
২৬৮ views

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগরে আমিরের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সব জেলা ও মহানগরের সাথে রাজশাহী জেলা ও মহানগরের আমিরদের নাম ঘোষণা করা হয়।

ঢাকায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। তিনিই আমিরদের নাম ঘোষণা করেন।

এ সময় জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছর ধরে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। তিনি হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রাজশাহী জেলা ও মহানগরে আমির নির্বাচিত হলেন যারা
মহানগরে মো. কেরামত আলী
জেলায় আবদুল খালেক

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত