
সাহিদ হাসান, পত্নীতলা:
“সমবায় গড়ব দেশ , বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম সমবায় দিবস-২০২৪ উদযাপন করেছে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দ।
দিবসটি উপলক্ষে র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জান মিলন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।