আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, যুবক আটক

দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, যুবক আটক

by Prokash Kal
২২৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৭২) নামের এক বৃদ্ধ কলা বিক্রেতা নিহত হয়েছে। ঘটনার পর মোটরসাইকেল জব্দসহ চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার নওপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক শাহাদত হোসেন নামের এক যুবককে আটক করে থানায় নেয়া হয়।

নিহত সিদ্দিকুর রহমান নওপাড়া এলাকার মৃত বাদল মৃধার ছেলে। বৃদ্ধ বয়সে পাড়া-মহল্লায় কর্মক্ষম সিদ্দিকুর রহমান কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাজারে কলা বিক্রি শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুত গতির মোটরসাইকেল সিদ্দিকুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পর মোটরসাইকেল জব্দ করে চালক যুবককে আটক করা হয়। শনিবার সকালে নিহতের পরিবারের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। ওই মামলায় আটককৃত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত