আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

by Prokash Kal
১৯১ views

স্পোর্টস ডেস্ক:
হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে ভালো শুরুর পরও বড় পুঁজি পেতে ব্যর্থ টাইগাররা। আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেটে দিয়েছে সফরকারীরা।

শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে এগোচ্ছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ভালো শুরুর পরও থিতু হতে পারেননি তিনি।

দলীয় ২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন তানজিদ তামিম। তাকে সাজঘরে ফেরান আগের ম্যাচে বাংলাদেশকে ভোগানো আল্লাহ গজনফর। এরপর ক্রিজে এসে সৌম্যকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন শান্ত।

৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৯ রানে সাজঘরে ফিরে যান সৌম্য। ৪৯ বলে ৩৫ রান করে রশিদ খানের বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ৭৫ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক।

তবে দলীয় ১৫২ রানে ৩৩ বলে ২২ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে খেই হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ১৬ বলে ১১, শান্ত ১১৯ বলে ৭৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান।

তবে নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলি মিলে হাল ধরেন। ৪৬ রানের জুটি গড়েন তারা। দলীয় ২৩০ রানে ২৪ বলে ২৫ রান করে আউট হন নাসুম। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন জাকের। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত