আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

by Prokash Kal
১৯৩ views

প্রকাশকাল ডেস্ক:
বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম সোমবার (১১ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মাহফুজ আলম লিখেছেন, ’৭১-পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।

তিনি আরও লিখেন, শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায়স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে— অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (১৯৭২-১৯৭৫, ২০০৯-২০২৪)। তাহলেই আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না।

মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে একটি ছবি-ও যুক্ত করেছেন। তাতে তাকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন, সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। আর আজ যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে শেখ মুজিবের ছবি দেখা যায়নি।

গতকাল রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম।

তাদের শপথ অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দরবার হলে যে স্থানে উপদেষ্টারা শপথ নিচ্ছেন, এর ঠিক পেছনেই শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

পোস্টের নিচে করা মন্তব্যের জবাবও দিয়েছেন এ উপদেষ্টা। ওয়াহিদ উজ জামান নামের একজন লিখেন, ভাই এইটা কি ছেলেভুলানো কাজ হলো না? যদি মুজিববাদীরা উপদেষ্টার গদিতেই থাকে তাহলে মুজিবের ছবি সরিয়ে কী লাভ? জবাবে মাহফুজ আলম বলেন, আমি কাউকে ভুলাচ্ছি না। আমি আমার গিল্ট (অপরাধবোধ) থেকে মুক্ত হলাম।

মাহফুজ আলম তার পোস্টের কমেন্ট বক্সে একটি ছবি-ও যুক্ত করেছেন। ওই ছবিতেও তাকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে সেখানকার দেয়ালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি রয়েছে।

দেয়ালে টাঙানো এই তিন নেতার ছবির সামনে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে মাহফুজ আলম লিখেন, সত্যিকারের এবং গণতান্ত্রিক পূর্বপুরুষদের সাথে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত