আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে অটোরিক্সা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে অটোরিক্সা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal
১৭৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ইজিবাইক-অটোরিক্সা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০০ জন চালক ও মালিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ‍‌‌‌‍‌‌‌‌‌ ”ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনের মিলনায়তনে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে যানজটমুক্ত নগরী হিসেবে গড়তে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেব বাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সাহেব বাজার জিরো পয়েন্ট কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার সুফল নগরবাসী পেতে শুরু করেছে।

প্রধান অতিথি বলেন, ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার করা এবং ঘন ঘন লেন পরিবর্তন না করাসহ গাড়ির বৈধ প্রয়োজনীয় কাগজ সাথে রেখে গাড়ি চালানোর ‍নির্দেশ দেন। তিনি ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও মালিকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া চালকদের দক্ষ করতে প্রয়োজনে আরএমপি’র পক্ষ থেকে পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষণের আয়োজন করার কথা বলেন। তিনি উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থার মত রাজশাহী মহানগরীতে উন্নত ট্রাফিক ব্যবস্থা করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মাসুদুর রহমান রিংকু।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত