আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ডিবির অভিযানে ট্রাকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ডিবির অভিযানে ট্রাকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
২২৪ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলার ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (১৭ নভেম্বর) রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানার সাহাব্দিপুর গ্রাম থেকে ভোর ৫ টার দিকে তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তরা মো: মাসুম (২১), ও মো: হোসেন আলী (৩২) এবং মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর ছেলে, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম @ ফিটু-এর ছেলে। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই নাছিম উদ্দিন ও ফোর্সসহ রোববার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গোদাগাড়ী বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী সাহাব্দিপুর রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ডিবি’র অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই নাছিম উদ্দিন ও ফোর্সসহ রোববার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম, ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদক বহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের অশোক লেল্যান্ড ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত