আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী মোহনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

by Prokash Kal
১৭৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার একদিলতলা হাটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিপরীত মুখ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এসএম আব্দুর রহিম (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনিও এক মোটরসাইকেলের যাত্রী ছিলেন। নিহত আব্দুর রহিমের সাথে থাকা রফিকুল ইসলাম আহত হয়েছেন। আহত রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রফিকুল ইসলাম জানান, নিহত আব্দুর রহিম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ঘোরগ্রাম গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি নওগাঁর শান্তাহারে জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রোববার ঐ এলাকার ছয়জন শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডে কাজে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি স্পটে নিহত হয়েছেন বলে জানান তিনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত