আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাবি সমন্বয়কের বিরুদ্ধে অফিসার সমিতির লিখিত অভিযোগ

রাবি সমন্বয়কের বিরুদ্ধে অফিসার সমিতির লিখিত অভিযোগ

by Prokash Kal
৪৬৬ views

নিজস্ব প্রতিবেদক :
বৈষমবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সমন্বয়ক সালাউদ্দিন আম্মার নিজস্ব ফেসবুক লাইভে গত ১৫ নভেম্বর পোষ্য কোটা নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করার অভিযোগ তুলেন রাবি অফিসার সমিতি। রবিবার (১৭ নভেম্বর) আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দেয় তারা।

অভিযোগপত্র থেকে বলা হয়, গত ১৫ তারিখ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দীন আম্মারের ফেসবুক লাইভের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে ও অশালীন, অশ্লীল ও কুৎসিত ভাষা প্রয়োগ করার অভিযোগ তুলেন যা তাদের জন্য অত্যন্ত লজ্জার, মানহানীকর ও অসম্মানের। গতকাল ১৬ নভেম্বর শিষ্টাচার বহির্ভুত এহেন কার্যক্রমে অফিসার সমিতি,সহকারী কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল সমিতি সাধারন কর্মচারী ইউনিয়নের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং তারা তীব্র নিন্দা জ্ঞাপন করে সকল সমিতির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি বক্তব্য দানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন বরাবর পত্র দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সালাউদ্দীন আম্মার বলেন, আমার কথা স্পষ্ট, এতে কেউ কষ্ট পেলে আমি আমাকে ক্লিয়ার করতে পারবো যেকোনো জায়গায়। পোষ্য কোটা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি পিছিয়ে পড়া বলে মনে হয় তাহলে তাদের বেতন, সুবিধা বাড়িয়ে দেন আমরা কিছুই বলবোনা কিন্তু আমাদের মেধার বিপরীতে তাদের সন্তানদের এই খাপছাড়া সুবিধা মেনে নিবোনা আমরা।

তিনি আরো বলেন, গত ২দিন আগে আমি একটি লাইভে বলেছি যে যদি কোটা নিতেই হয় তবে পোষ্য কোটা নয় আপনারা ভ্যালিড একটা কোটার ব্যানারে যান, হয়তো প্রতিবন্ধী কোটা যদি আপনার সন্তানকে প্রতিবন্ধী মনে হয় আর তাছাড়া “বিশেষ ৩য় লিঙ্গ” কোটা চালু করে সুবিধা নেন আমরা কিছুই বলবোনা। তারা হয়তোবা এটাকেই তাদের প্রতি অপমানজনক কথা হিসেবে নিয়েছে। এটা আমার প্রতিবাদের ভাষা। এই ভাষা থেকে লজ্জা পেয়ে হলেও তারা পোষ্য কোটা বাতিলের ব্যাপারে একমত পোষন করবে বলে আশা রাখছি।

অফিসার সমিতি সূত্রে জানা যায়, পত্র প্রদানের পর দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহন না করলে অফিসার সমিতি, অন্যান্য সমিতি ও ইউনিয়নের যৌথ সভায় পরবর্তীতে কর্মসূচী গ্রহন করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত