আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী নগরীকে সবুজে আচ্ছাদিত করতে রাসিকের নানা উদ্যোগ

রাজশাহী নগরীকে সবুজে আচ্ছাদিত করতে রাসিকের নানা উদ্যোগ

by Prokash Kal
২৯০ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় নগরভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহবায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাসিকের ২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রকৌশলী মো. বাদশা মিয়া।

সভায় রাজশাহী মহানগরীর প্রধান প্রধান নর্দমার কাদামাটি পরিস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়। কমিটির আহবায়ক সভায় জানান, রাজশাহী মহানগরীর পরিচছন্নতার যে সুনাম তা অক্ষুন্ন রাখতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নগরীর কোর্ট স্টেশন এলাকায় এসটিএস নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়। নগরীর ৮টি মুল ড্রেনের কাদামাটি অপসারণে দুই মাসের কর্মসূচি গ্রহণ করতে একটি মনিটরিং টিম গঠণের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। নগরীর দীর্ঘদিন ড্রেনে জমে থাকা কাদামাটি অপসারণে এক্সাভেটর মেশিন ব্যবহার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে সভায় জানানো হয়। এছাড়াও সভায় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক ১ ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোঃ সানাউল্লাহ, কমিটির সদস্য সচিব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান জীবন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত