আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব

by Prokash Kal
৩০৩ views

প্রকাশকাল ডেস্ক:
ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দ্বিতীয় দফায় তলব করে তাগাদাপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তাকে ৮ ও ৯ ডিসেম্বর দুদকে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ও এ বিষয়ের অনুসন্ধান টিমের লিডার মো. ইয়াছির আরাফাত চিঠি দিয়ে তাদের তলব করেন।

চিঠিতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রথম দফায় চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের এই ১৭ কর্মকর্তা দুদকে হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাকে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তাকে তলব করা হয়।

যাদের তলব করা হয়, তারা হলেন— উপ-পরিচালক মো. জুবাইর হোসেন, যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, উপ-পরিচালক খোরশেদুল আলম, উপ-পরিচালক দেবাশীষ বিশ্বাস, উপ-পরিচালক জিয়াউদ্দিন বাবলু, উপ-পরিচালক রুবেল চৌধুরী, যুগ্মপরিচালক অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক ছলিমা বেগম, যুগ্ম পরিচালক বেলাল হোসেন, যুগ্মপরিচালক সৈয়দ মু আরিফ উন নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পরিচালক মো. শোয়াইব চৌধুরী, উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ, অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রউফ, অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর হোসেন খান ও পরিচালক মো. সরোয়ার হোসাইন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত