আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী বাবলাবন গণহত্যা দিবস স্মরণে রাজশাহীতে আলোচনা সভা

বাবলাবন গণহত্যা দিবস স্মরণে রাজশাহীতে আলোচনা সভা

by Prokash Kal
১৭৩ views

সাহিদ হাসান:

‘আমরা তোমাদের ভুলি নি, ভুলবো না ‘ প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর মিলনায়তনে বাবলাবন গণহত্যা দিবস স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড মো আসলাম উদ দৌলার সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সাইদুর রহমান বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ চোর ও লুটেরেদের দখলে চলে গেছে, বর্তমানে যে মামলা বাণিজ্য চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। লুটেরা ও দখলবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মো মাসুদ রানা সরকার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এস এম আব্দুল মুগনী নীরো, প্রকাশকালের সম্পাদক মো রাজীব আলী রাতুলসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ নভেম্বর বিজয়ের প্রাক্কালে রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন মুক্তিকামী মানুষকে পাক হানাদার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়ে পদ্মা নদীর শ্রীরামপুর চরে (বোয়ালিয়া ক্লাব সংলগ্ন) মাটি চাপা দিয়ে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার থেকে তাদের দড়িবাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ দেখতে সেদিন বোয়ালিয়া ক্লাব চত্বর পদ্মারপাড়ে জনতার ঢল নামে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এই দিনটিকে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস হিসেবে প্রতি বছর পালন করে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত