আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ডিজিএফআইয়ের ভূয়া সার্জেন্টকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রাজশাহীতে ডিজিএফআইয়ের ভূয়া সার্জেন্টকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

by Prokash Kal
১২৯ views

সাহিদ হাসান:
রাজশাহীতে ডিজিএফআইয়ের ভূয়া সার্জেন্ট পরিচয়ে মামলা দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজির ঘটনায় মো. গোলাম মোস্তফা মাহিম (৩৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম মোঃ শাওন আহমেদ (২৯) একজন ‘আচল উন্নয়ন সামাজিক সংস্থা’ এর কর্মী। আনুমানিক ১০-১২ দিন পূর্বে আসামী মোঃ গোলাম মোস্তফা মাহিম (৩৪) তাকে মোবাইল ফোনে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় এবং মামলা হতে বাঁচতে তার সাথে দেখা করতে বলে জানায়। তার কথামত ২১ নভেম্বর মতিহার থানাধীন বিনোদপুর বাজারে দেখা করলে তিনি সেনাবাহিনীর সার্জেন্ট মাহিম বর্তমানে ডিজিএফআইতে কর্মরত আছেন বলে পরিচয় দেয়। তখন তিনি মামলা হতে বাঁচাতে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং ভিকটিম দিতে অস্বীকার করে। পরবর্তীতে ২৩ নভেম্বর ফোনের মাধ্যমে কল দিয়ে সেনাবাহিনীর সিও পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি এবং ঐ রাতেই তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার হুমকি প্রদান করে। ২৫ নভেম্বরে সার্জেন্ট মাহিম পরিচয়ে পুনরায় ফোন দিয়ে চাঁদা দাবী করে।

র‌্যাব আরো জানায়, ভিকটিম এর অভিযোগের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ উক্ত বিষয়টির তদন্তের মাধ্যমে সত্যতা পায় এবং আসামীকে গ্রেফতারের জন্য নজরদারী শুরু করে। পরবর্তীতে সোমবার (২৫ নবেম্বর) দুপুরে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকা হতে উক্ত প্রতারক চক্রের মূলহোতাকে আটক করে। এবং তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজী আইনে ভিকটিম বাদী হয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত