আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ‌রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ‌রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

by Prokash Kal
১৬৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে সাবেক সংসদ সদস্য এ্যাড মরহুম নাদিম মোস্তফার ‌রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড নুরুন্নাহার পারুল, প্রয়াত এ্যাড নাদিম মোস্তফার সহধর্মিণী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফার নাঈম মোস্তফা, প্রয়াত এ্যাড নাদিম মোস্তফার সন্তান।

প্রধান অতিথি, বলেন আমার স্বামী আপনাদের আপনাদের জন্য কাজ করে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি মনে করেন আমার সন্তান আপনাদের জন্য যোগ্য তাহলে তাকে সমর্থন করবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলফার নাঈম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনকে গোছানোর নির্দেশ দিয়েছেন । এবং ৩১ দফার কর্মসূচি দিয়েছেন আমরা সে কর্মসূচি বাস্তবায়ন করতেছি। আমার বাবা যেভাবে পুঠিয়া দুর্গাপুরের উন্নয়ন করেছেন আমরাও সেইভাবে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি। যদি জনগণ চায় এবং আল্লাহ যদি সহায় হয় তাহলে পুঠিয়া দুর্গাপুরকে মডেল টাউন হিসেবে তৈরি করবো ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত