আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

by Prokash Kal
১২২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বেসরকারী সদস্য হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ নভেম্বর বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ প্রশাসন অধিশাখা-১৭ থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ৫ (১) (ঞ) ধারা অনুযায়ী তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রাজশাহী উন্নয় কর্তৃপক্ষের বেসরকারী সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অন্য দুই জন হলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের অধ্যাপিকা ড. বেগম আসমা সিদ্দীকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযু্িধসঢ়;ক্ত বিশ^বিদ্যালযের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী।

সাংবাদিক মঈন উদ্দিন দীর্ঘদিন থেকে দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে দায়িত্ব পালন করছেন। এরআগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি অত্যান্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতায় য্ধুসঢ়;ক্ত।

মঈন উদ্দিন দীর্ঘ সময় ধরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আরইউজে’র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফ্যাডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর হিসেবে নির্বাচিত। এর আগে রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রির্পোর্টাস ইউনিটিসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের আব্দুল মান্নান ও মাসুরা বেগমের সন্তান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত