
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৩.৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
এসময় ১৯ টি চাইনিজ কুড়াল, ১৮ টি ধারালো হাসুয়া, ৫ টি ধারালো কুড়াল, ৮ টি ধারালো বড় ছুরি , ৪ টি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেল এর গুলি, ১ রাউন্ড শর্টগানের রাবার বুলেট এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য ৪ কেজি ১৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখে যায়। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানা যায়, উদ্ধারকৃত শুটারগান, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার বিস্ফোরক দ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।