
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিয়ের পর নগদ তিন লক্ষাধিক টাকা কাবিন নিয়ে কৌশলে পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়া এবং তালাক প্রদানের অভিযোগ উঠেছে তামান্না আক্তার ফেন্সির নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ২৯ নভেম্বর মোস্তাফিজুর রহমান চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন করেন ।
তামান্না নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া মৃত রফিকুল ইসলামের মেয়ে। সে আওয়ামী লীগ নেতা কালুর ভাতিজি। তামান্না আক্তার ফেন্সি রাসিকের মশক ডিপার্টমেন্টে ফিল্ড ওয়ার্ক হিসাবে কর্মরত আছেন। সে স্বামীর সাথে কোন ঘর সংসার না করে তালাক প্রদান করেন।
ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান পিতা মতিউর রহমান তিনি পদ্মা আবাসিকের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ইসলামী শরিয়ত মোতাবেকে নগদ ৩,০৩০০০/= (তিন লক্ষ তিন হাজার) টাকা দেনমোহরে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঐদিন বিবাদী কৌশলে দেনমোহরের টাকা সহ মোস্তাফিজুরকে না বলে পালিয়ে যায়। পরবর্তীতে ২৪ নভেম্বর বিবাদী মোস্তাফিজুর নিকট তালাকের নোটিশ পাঠিয়ে দেয়।
এই বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুশীল সমাজ পুলিশের দ্রুত পদক্ষেপে কামনা করেন।