আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

by Prokash Kal
১০৮ views

রুয়েট প্রতিনিধি:

“প্রভাবের জন্য উদ্ভাবন: টেকসই ভবিষ্যতের জন্য যান্ত্রিক, শিল্প এবং উপাদান প্রকৌশলের অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মতো, “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং(আইসিএমআইএমই) ২০২৪” আয়োজন করতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদ।

বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে থাকছেন বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া,জাপান,চীন, ব্রুনাই, হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় অ্যাকাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকগণ।

সম্মেলন এর সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. রোকনুজ্জামান বলেন, রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন “আইসিএমআইএমই” অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ৮ জন বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী কি-নোট লেকচার দেবেন। বুয়েট, কুয়েট, চুয়েট, শাবিপ্রবি, এমআইএসটি ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। রুয়েট নিয়মিত গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করে, আর এই সম্মেলন তারই ধারাবাহিকতা। আন্তর্জাতিক এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাপানের বিখ্যাত টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মুহাম্মদ আজিজ, বিশিষ্ট গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত