আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীর নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহীর নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

by Prokash Kal
১১৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে নবনিযুক্ত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সঙ্গে পুলিশ বিভাগের সুসম্পর্ক স্থাপন করা। রাজশাহীতে মাদক, সন্ত্রাস, এবং অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।” রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, “সমাজের প্রতিটি স্তরে অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে আমরা কাজ করব। পাশাপাশি, যেকোনো ধরণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

এ সময় তিনি রাজশাহীর নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং তাদের পুলিশ বিভাগের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ফারজানা ইসলাম রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত