আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী পদ্মায় ধরা পড়া বাঘাইড় ৪৬ হাজার টাকায় বিক্রি

পদ্মায় ধরা পড়া বাঘাইড় ৪৬ হাজার টাকায় বিক্রি

by Prokash Kal
৯৭ views

গোলাম কিবরিয়া :

রাজশাহীর বাঘায় পদ্মায় ধরা পড়া মাছে কপাল খুলছে জেলেদের। গত এক সপ্তাহের ব্যবধানে ৩দিনে সাড়ে ৪৬ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। সব মিলে সেই মাছ বিক্রি হয়েছে সাড়ে ৪৬ হাজার টাকা।

জানা যায়, সন্ধ্যায় পর পদ্মা নদীতে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় আক্কেল আলী নামের এক জেলের জালে আটকে পড়ে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে চুক্তিমূল্যে মাছটি বিক্রি করেন আক্কেল আলী। চুক্তিমূল্যে মাছটি কেনেন, কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।

ইউনিয়নটির কালিদাসখালী গ্রামের বাসিন্দা আক্কেল আলী বলেন, সারাদিন পর সন্ধ্যায় মাছটি জালে আটকে পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি করেছেন। ৪দিন আগে একইস্থানে ২৭ কেজি ওজনের একটি এবং সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরো একটি মাছ তার জালে ধরেছিলেন। সেই মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন। পাইকাররা খবর পেলেই চুক্তি মুল্যে নিয়ে যান। কেনার জন্য অনেকেই আসেন। কিন্তু দাম বেশির কারণে ইচ্চা করলেই পদ্মা নদীর তাজা মাছের স্বাদ নিতে পারেননা অনেকেই।

মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, পদ্মা নদীর বড় সাইজের তাজা মাছ কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রাখি। চকরাজাপুরে বেড়াতে এসে সাড়ে ১১ কেজি ওজনের বাঘাইড় মাছটি সাড়ে ১১ হাজার টাকায় কিনেছেন এক জন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত