
প্রকাশকাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের সংশোধন প্রস্তাবনা প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংখ্যালঘু ও ধর্ম বিষয়ক সম্পাদক পদটি নতুন করে অন্তর্ভুক্ত করে সংশোধন করার প্রস্তাবনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।