আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা বিপিএল থেকে ছিটকে গেলেন কর্নওয়াল

বিপিএল থেকে ছিটকে গেলেন কর্নওয়াল

by Prokash Kal
১১০ views

প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আসরের মাঝপথে ছিটকে গেছেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে।

কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। পোস্ট করা একটি রিলস শেয়ার করে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাবো।’

ভিডিওতে ক্যারিবীয় ক্রিকেটার কর্নওয়ালকে বলতে দেখা যায়, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

কর্নওয়াল অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকেও।

সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত