আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রুয়েটে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রুয়েটে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

by Prokash Kal
১২২ views

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন সিভিল ভবনে কাজের সময় দুর্ঘটনায় পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে রুয়েটে অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আব্দুস সালাম (২৫)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের বাসিন্দা এবং নির্মাণ কাজে রাজমিস্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভবনে রডের কাজ করছিলেন সালাম। কাজের একপর্যায়ে হঠাৎ পা ফসকে তিনি পাঁচতলা থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ছিল এবং মাথা থেতলে গিয়েছিল।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “তার মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিরাপত্তা সরঞ্জামের অভাবের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

২০২১ সালে একনেকে অনুমোদিত রুয়েটের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে দুটি একাডেমিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন নির্মাণের কাজ চলছে। সিভিল ভবনের জন্য বরাদ্দ রয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ টাকা। ২০২২ সালে কাজ শুরু হলেও প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। তবে এখন পর্যন্ত এর মাত্র ৪০% কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দুর্ঘটনার পর শ্রমিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনা শ্রমিক নিরাপত্তার বিষয়ে প্রকল্প ব্যবস্থাপনার গাফিলতির ইঙ্গিত দিয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত