
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আরএমপির লাইন্স মাঠে প্যারেডটি অনুষ্ঠিত হয়।
প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সালাম গ্রহণের পর তিনি আরএমপি’র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ কমিশনার পুলিশি সেবার মান উন্নত করার ওপর জোর দিয়ে ফোর্সকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
তীব্র শীত উপেক্ষা করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাস্টার প্যারেড সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার মহোদয়।
প্যারেডটি পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: হাজিজুর রহমান।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।