আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

by Prokash Kal
১২১ views

নিজস্ব প্রতিবেদক:

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ৩৬ টি মোবাইল ফোনের মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩ টি অপ্পো, ৭ টি স্যামসাং, ১ টি ওয়ান প্লাস, ১০ টি শাওমি, ৫ টি রিয়েলমি, ২ টি ইনফিনিক্স, ২ টি ওয়ালটন, ২ টি টেকনো ও ১ টি সিম্ফনি ব্র্যান্ডের।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত