আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় ভারত বাংলাদেশের সাথে লাভজনক সম্পর্ক চায়: ভার্মা

ভারত বাংলাদেশের সাথে লাভজনক সম্পর্ক চায়: ভার্মা

by Prokash Kal
১২৪ views

প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এই অংশীদারিত্বে উভয় দেশের জনগণের গুরুত্ব তুলে ধরেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক চাইবে, যেখানে আমাদের জনগণই হচ্ছে প্রধান অংশীদার।’

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

হাইকমিশনার আরও বলেন, ভারত বিশ্বাস করে যে, দুই দেশের অংশীদারিত্ব উভয় পক্ষের সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে এবং তাদের সম্পর্কের মূল ভিত্তি জনগণকেন্দ্রিক।

হাইকমিশনার আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় এবং বাংলাদেশের জনগণের অব্যাহত যাত্রায় তাদের মঙ্গল কামনা করে।

ভার্মা উল্লেখ করেন, ‘প্রতিবেশী হিসেবে আমরা আমাদের সম্পর্কের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি পোষণ করি। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের এই বিশ্বাস থেকে শক্তিশালী হয় যে, আমাদের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পর সংযুক্ত।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই বঙ্গোপসাগরীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ‘পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

হাইকমিশনার দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করার কথাও উল্লেখ করে বলেন, বিশেষ করে উন্নত যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে এ সম্পর্ক জনগণ, সমাজ ও ব্যবসাকে আরও কাছে আনছে।

ভার্মা বলেন, ‘এই ৭৬ বছরের অসাধারণ যাত্রায় ভারত দারিদ্র্যের দেশ থেকে একটি সক্ষম আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে, বিশ্বব্যাপী অগ্রগতিতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জের সমাধান প্রদান করছে।’

তিনি এই যাত্রায় অংশীদার হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্বীকার করেন যা ইতিহাস, ভূগোল, সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মত্যাগের অভিন্ন বন্ধনে আবদ্ধ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত