
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তন প্রতিরোধের মাধ্যমে কীভাবে টেকসই উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করা যায় এই ধারাবাহিকতায় শনিবার (১৫ই ফেব্রুয়ারি) “Session on Basic Climate Change” আয়োজনের মাধ্যমে “Renew Earth” রাজশাহী জেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন “Renew Earth”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, তরুণ জলবায়ু যোদ্ধা এবং “International Volunteers Day – 2025”-এর “National Top Volunteer 2025”-এর বিজয়ী প্রত্যয় বিন শাফি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন কলেজ অব বায়ো-সাইন্স অ্যান্ড টেকনোলজি-এর প্রিন্সিপাল এবং সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজউদ্দীন মোল্লা। তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন এবং ব্যবহারের পক্ষে কথা বলেন।
তিনি আরও বলেন, একদল মানুষ জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দিয়ে এর সমাধানের জন্য কাজ করছে, আবার কেউ কেউ এটিকে অবহেলা করছে বা মনে করছে এটি প্রকৃতির স্বাভাবিক চক্র। তিনি যুবসমাজকে পরিবেশ রক্ষায় কাজ করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ ও নিউ গভঃ ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল মজিদ বলেন, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তন নিয়ে যত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে, ততই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসতে হবে এবং পরিবেশকে সবুজায়ন ও এই পরিবর্তন থেকে রক্ষা করতে হলে বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তাদেরকে এই পরিবর্তন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসময় বিশেষ সেশনে উপস্থিত ছিলেন Climate Frontier-এর Operation Lead জুবায়ের ইসলাম। তিনি COP, প্যারিস চুক্তি, IPCC, UNFCCC, Climate Policy Making, Climate Finance-সহ জলবায়ু বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন। তিনি জলবায়ু পরিবর্তনের মূল কারণ হিসেবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন – কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄) ও নাইট্রাস অক্সাইড (N₂O) ইত্যাদি গ্যাসের প্রভাব, বন উজাড় ও জলবায়ু দূষণ নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি এসব সমস্যা থেকে উত্তরণের উপায়, প্রভাব ও পরিণতি নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে রিনিউ আর্থ রাজশাহী জেলার আহ্বায়ক হিসেবে তরুণ জলবায়ু যোদ্ধা মোঃ সজীব সরদার-কে নির্বাচিত করে ৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও রিনিউ আর্থ রাজশাহী বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছে মোফাচ্ছিরুল ইসলাম।
উল্লেখ্য, “Your Future in Your Hand” এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় রিনিউ আর্থ নামক পরিবেশবাদী একটি সংগঠন। রিনিউ আর্থ মূলত কাজ করে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিরোধে করণীয় নিয়ে। এছাড়াও রিনিউ আর্থ কাজ করে যাচ্ছে ফসিল ফুয়েল কীভাবে কমানো যায়, প্লাস্টিক থেকে শুরু করে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কীভাবে কমানো যায়, জলবায়ুর পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখা যায়, উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনপদগুলোকে কীভাবে সহায়তা করা যায় এবং সর্বোপরি তরুণ জলবায়ু যোদ্ধা তৈরি করে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের মাধ্যমে কীভাবে টেকসই উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করা যায়।