আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ

শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ

by Prokash Kal
৯৪ views

প্রকাশকাল ডেস্ক:
সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে নারী দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্তা চেষ্টা করছে। কোনো ধর্মই এ ধরনের কাজকে সমর্থন করে না। এ সময় নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও মন্তব্য ক্রএন তিনি।

অনুষ্ঠানে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নারীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত