আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

by Prokash Kal
১২৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিক বার ধর্ষণের মামলায় মোঃ হাবিবুল হাসান হাসিব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব । মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ২.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেলদারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ হাবিবুল হাসান হাসিব (২৫) রাজশাহী জেলার পবা থানার মোঃ হারুন অর রশিদের ছেরে। এসময় তার কাছ থেকে এবং ১ টি মোবাইল ও ১ টি সীম উদ্ধার করা হয়।

বুধবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

জানা যায়, হাসিবুল ইসলাম ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিম ও আসামীর মধ্যে মোবাইল নম্বরে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত ১০ মার্চ ২০২২ তারিখে হাসিব পদ্মা নদীর ধারে বোড়ানোর কথা বলে ভিকটিমকে বোয়ালিয়া থানাধীন কাজুরী একটি বাসায় নিয়ে এজাহারনামীয় ২নং ও ৩নং আসামীর সহায়তায় জোরপূর্বক বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ১১ জুলাই ২০২২ তারিখে পুনরায় বিয়ের আশ্বাসে আবারও একই জায়গায় একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামীকে বিয়ের কথা বললে সে কৌশলে বাড়ী হতে পালিয়ে যায় এবং মোবাইল ফোন অফ করে যোগাযোগ বন্ধ করে দেয়।

র‌্যাব জানায়, ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হাসিব ও ধর্ষণে সহায়তাকারী অপর ২ জনের নামে ধর্ষণ মামলা দায়ের করে। পরবর্তিতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আজ রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেদারপাড়া নামক এলাকা হতে হাসিবকে গ্রেফতার করা হয় হয়।

গ্রেফতার আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত