আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো আরএমপি

জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো আরএমপি

by Prokash Kal
১৩৭ views

নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহনে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অটুট রয়েছে বলে জানিয়েছেন- পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এসময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। গণপরিবহন ও পাবলিক প্লেসে যৌন হয়রানির অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ রয়েছে। এক্ষেত্রে ড্রাইভার ও হেল্পারদের প্রশিক্ষণ, বিভিন্ন পাবলিক প্লেসে সিসিটিভি স্থাপন এবং গণপরিবহনে প্যানিক বাটন স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।’

সভায় মেট্রোপলিটনের সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান এবং ফিটনেসহীন যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, বিআরটিএ- এর উপ-পরিচালক(ইঞ্জিনিয়ারিং) এএসএম কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, ব্রাক রাজশাহীর প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক ও পঙ্কজ কুমার বিশ্বাস (এফসি) সহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত