
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা থেকে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরমিানা ভুক্ত সাজাপ্রাপ্ত ১ জন আসামীকে গ্রফেতার করেছে র্যাব-৫ ।
গত (১৫ এপ্রিল) দিনগত রাত ১১:৪৫ মিনিটে র্যাব-৫ এর একটি অপারশেন দল র্কতৃক গোপন সংবারের ভত্তিতিতে রাজশাহী মহানগরের কাশয়িাডাঙ্গা থানাধীন ঠাকুরমাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা র্অথদন্ড অনাদায়ে আরো ২(দুই) মাসের কারাদন্ড প্রাপ্ত আসামী রাজপাড়া থানার মৃত আমীর আলীর ছেলে মোঃ জামিল (৩২) কে গ্রফেতার করা হয় ।
বুধবার (১৬ এপ্রিল) র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমকি জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীকে জজ্ঞিাসাবাদে সে সত্যতা স্বীকার করে।
আসামীকে আরএমপি রাজপাড়া থানায় জিডির মূলে হস্তান্তর করা হয় ।