
নিজেস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মোঃ রবিউল ইসলাম (রবি), নামের এক আওয়ামী নেতাকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ৯টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা গাড়োয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালে ভর্তি করেছেন।
আহত মোঃ রবিউল ইসলাম রবি (৪৫), সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ আজিজুল হকের ছেলে।
জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুস্তাক আহমেদ জানান, দূর্বৃত্তদের হামলায় রবি নামের এক আহত ব্যক্তিকে উদ্ধার করে রামেকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দূর্বৃত্তদের সনাক্তের জন্য মাঠে তৎপর রয়েছে পুলিশ বলেও জানান ওসি।