আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী শ্রমিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে

শ্রমিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে

by Prokash Kal
১৭০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীসহ সারা দেশের সাংবাদিকদের নামে যে সব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে প্রত্যাহার করতে হবে। বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মহান মে দিবস স্মরণে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।

বৃহম্পতিবার (১ মে) বিকেল ৫ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সরওয়ার আজীবন সদস্য রাজশাহী প্রেসক্লাব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, আইয়ুব আলী তালুকদার পরিচালক আসুক ফাউন্ডেশন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হুমকি-ধমকি ও নির্যাতন চালিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। অশুভ শক্তি যত চেষ্টাই করুক সফল হবে না। সাংবাদিকরা অবশ্যই জেগে উঠবে।

বক্তারা আরও বলেন, দেশকে চলমান সংকট থেকে রক্ষা করার জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, সাংবাদিক মো আল আমিন, প্রকাশকালের বার্তা সম্পাদক সাহিদ হাসান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত