
নিজস্ব প্রতিবেদক:
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে অনিবার্য এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর উদ্যোগে দিনব্যপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১ মে) বিকাল ৫ টায় নগরীর বাটার মোড় থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো পদক্ষেপ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামাতের আমির ড মোহাম্মদ কেরামত আলী। রাজশাহ মহানগর জামাতের সিনিয়র নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। সেক্রেটারি আব্দুল মালেক। সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার। সাংগঠনিক সম্পাদক সরিফুজ্জামান হাসান সহ সংগঠনের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন ।
এই সময় বক্তারা বলেন, ইসলামি শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে না। তাই শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থা অনিবার্য।
অপরদিকে সকাল ৯ টায় নগরীর রাজপাড়া থানাধীন ভেরিপাড়া মোড় থেকে একটি রেলি বের হয়ে কোট স্টেশন গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, ভারপ্রাপ্ত সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর।
বিশেষ অতিথিবৃন্দ মো: কামরুজ্জামান সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক রাজশাহী মহানগর । মোঃ সাইফুল ইসলাম সহ: সেক্রেটারি রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোহাম্মদ ফরিদ উদ্দিন আত্তার, কাশিয়াডাংগা থানা আমীর, রাজশাহী মহানগর । হাফেজ খাইরুল ইসলাম, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগর।
উক্ত সভায় বক্তারা বলেন, আজ মহান মে দিবস জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকের মজুরি তার ঘাম ঝরার পূর্বেই তা পরিশোধ করতে হবে। অথচ আমাদের দেশে শরীরের রক্ত ফুরিয়ে যায় তাও তার পাওনা মজুরি আদায় হয় না এটাই হচ্ছে বাংলাদেশ। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে ভবিষ্যতে উপরে যাবে।
উক্ত সভা সঞ্চালনা করেন শরিফুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর। উক্ত সভা ও র্যালিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা সহ দিনমজুরি খেটে খাওয়া মানুষ রিসকা শ্রমিক ভ্যান শ্রমিক সকল ধরনের শ্রমিক উপস্থিত ছিলেন।