
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ মে) সকাল ৯ টায় অভিযান পরিচালনা করে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত মো: বুলবুল হোসেন (২৫) নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: জয়নাল আবেদীনের ছেলে।
অপরদিকে যৌথ বাহিনী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মো: ডলি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে ডলি বেগম কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।