আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home বিনোদন ছিন্নপাতা ব্যান্ডের পঞ্চম বর্ষে পদার্পণ

ছিন্নপাতা ব্যান্ডের পঞ্চম বর্ষে পদার্পণ

by Prokash Kal
২৪২ views

আসমানি খাতুন আখিঁ:
রাজশাহীর জনপ্রিয় সংগীত দল ব্যান্ড ছিন্নপাতার আজ (২৫ মে) গৌরবময় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০২০ সালের এই দিনে কয়েকজন তরুণ সংগীতপ্রেমীর হাতে গঠিত হয় ব্যান্ডটি। যাত্রার শুরুটা ছিল কঠিন ও চ্যালেঞ্জে ভরা, তবে ব্যান্ডের সদস্যরা অক্লান্ত পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং দলগত ঐক্যের মাধ্যমে নিজেদের একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছে।

বিগত পাঁচ বছরে ব্যান্ড ছিন্নপাতা রাজশাহীতে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যান্ডটির বর্তমান নেতৃত্বে রয়েছেন কিবোর্ড বাদক মোঃ সানি। তিনি শুরু থেকেই এই দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

সংগীতের পাশাপাশি ব্যান্ডটি সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছে। বিভিন্ন সামাজিক এবং সহযোগিতামূলক অঙ্গ সংগঠনের সাথে যুক্ত থেকে তারা নিয়মিত অংশ নিচ্ছে মানবিক কর্মকাণ্ডে। ব্যান্ডের এই অবদানের জন্য ইতোমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারকও লাভ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান্ড ছিন্নপাতা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। সামনে আরও ভালো কিছু নিয়ে আসার অঙ্গীকার করছি আমরা। আপনাদের পাশে পেলে আমরা আরও অনেক দূর যেতে পারব।”

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত