আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

by Prokash Kal
১৫৭ views

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকালে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃমুরাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম,ডা. নাজমুল হাসান,ডা. কাওসার আহমেদ এবং মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমীন।

বক্তারা তাঁদের বক্তব্যে তামাকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে তামাক বর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা বলেন,একটি সুস্থ-সবল জাতি গঠনের জন্য তামাকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী, শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত