আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ পোরজনা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

পোরজনা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে ৫,৫১২টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ

by Prokash Kal
২৩৭ views

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও দুর্যোগকবলিত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ৫,৫১২টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমটি বাস্তবায়ন করে পোরজনা ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পোরজনা ইউনিয়নের প্রশাসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাসেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। চাল সংগ্রহ করতে আসা অনেকেই জানান, ঈদের পূর্বমুহূর্তে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত