আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী ‘‘রূপালী পর্দা থেকে মঞ্চে‘‘ শিরোনামে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান

‘‘রূপালী পর্দা থেকে মঞ্চে‘‘ শিরোনামে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান

by Prokash Kal
১৮৮ views

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ ‘‘রূপালী পর্দা থেকে মঞ্চে‘‘ শিরোনামে আয়োজন করেছে এক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির সৃজনশীল দিক তুলে ধরার জন্য ছিল এই আয়োজন।

সোমবার (২ জুন) বিকেলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান।

জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন , তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা ।

জেসিএমএস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণের পরিচালনা ও নির্দেশনায় অনুষ্ঠানে নাটক, কবিতা আবৃত্তি , র‌্যাম্প শোসহ বিভিন্ন আয়োজন ছিলো। এছাড়া জেসিএমএস বিভাগের ইনডোর গেমসে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চাও শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। সাংবাদিকতা বিভাগের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, একজন সাংবাদিক সমাজের আয়না-যিনি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন সাহসের সঙ্গে। আমরা ঘরে বসে পুরো দুনিয়ার খবর দেখতে পাই আর এটাকে আমাদের সামনে তুলে ধরে সাংবাদিকরা। শিক্ষার্থীদেরকে মাঠে কাজ করা ও বস্তুনিষ্ঠ সংবাদ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগ সৃজনশীল সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে। তিনি বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে সকলের মাঝে সৌহার্দ্যের বন্ধন আরও মজবুত হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক, শিক্ষক এবং শিক্ষার্থীরা ‘‘রূপালী পর্দা থেকে মঞ্চে”শিরোনামের অনুষ্ঠানটি উপভোগ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত