
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নেতা মোঃ ফয়সল শেখ।
ঈদ শুভেচ্ছা বার্তায় মোঃ ফয়সল শেখ বলেন, “আসছে ঈদ লাগছে ভালো, তাই তো আমার বলতে হলো ঈদ মানে আমার ভরা আলো। ঈদ মানে আশা, ঈদ মানে সুখের জীবন, সুন্দর ভালোবাসা।”
তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের জীবনে আত্মত্যাগ ও সহযোগিতার মহান দৃষ্টান্ত স্থাপন করে। তাই ঈদুল আজহার শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে মানবতার পথে।
তিনি ১৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই ঈদ পরিপূর্ণতা পায়।
এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।