আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত: সহকারী অধ্যাপক মোঃ আলমাছ আনছারী শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে সম্মানিত

শাহজাদপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত: সহকারী অধ্যাপক মোঃ আলমাছ আনছারী শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে সম্মানিত

by Prokash Kal
১৯১ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫।

শনিবার (১৪ জুন ২০২৫) শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবকগণের অংশগ্রহণে এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের আয়োজনে রংধনু মডেল স্কুল প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শাহজাদপুরের শ্রেষ্ঠ রক্তদাতা নির্বাচন ও সম্মাননা প্রদান।

শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমাছ আনছারী-কে শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি ইতোমধ্যেই ৬০ বার রক্তদান করে বহু রোগীর জীবন রক্ষা করেছেন, যা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রতিনিধি ডা. মোঃ শহিদুল ইসলাম, রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক সদস্যরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, “নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। একজন রক্তদাতা অসংখ্য প্রাণ বাঁচাতে পারেন।”

অনুষ্ঠানের শেষাংশে রক্তদাতাদের মাঝে সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, আবেগঘন ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত