৪৪৮


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাকিল সরদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১৫ জুন) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে শিবপুর বাজার সংলগ্ন প্রীতি কোল্ড স্টোরেজের সামনে অভিযান চালিয়ে মো. সাকিল সরদার (২৭) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৮০১০ টাকা, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাকিল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।