
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সেমিনার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় কলেজের বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক।
“শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আজাদ খান।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম এবং উল্লাপাড়া আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাহিমা ইয়াসমিন লিলি।
পরে সকাল ১১টায় কলেজ মাঠে উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময়ও সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আজাদ খান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর সুলতানা সালমা হোসেন, প্রফেসর মোঃ রেজাউল করিম, প্রফেসর মোঃ শরীফ উস সাঈদ, প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী, মোঃ কামরুজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব।
অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।