
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথরের আঘাতে নির্মমভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং শনিবার নগরের দুটি স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় একদল শিক্ষার্থী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া দুপুর একটায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করা হয়। শুক্রবার রাতেও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করা হয়।
শনিবার দুপুরে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, ফাহিম রেজা প্রমুখ বক্তব্য দেন। এছাড়া রাতেই সমাবেশ করে নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাবি গণতান্ত্রিক ছাত্রজোট।
এছাড়া রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রিসার্চ চাকমা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি বক্তব্য দেন।
এছাড়াও বিকেল ৫ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।