
প্রকাশকাল প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
১৫ জুলাই (সোমবার) রাত ৮টায় শাহজাদপুর পৌর শহরের রবীন্দ্র কুঠিবাড়ির সামনে অবস্থিত হোমগ্রাউন্ড কফি হাউজে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল (দৈনিক সময়ের কণ্ঠস্বর), সাধারণ সম্পাদক তাহছিন নুরী খোকন (প্রতিদিনের বাংলাদেশ), সাগর বসাক (দৈনিক করতোয়া), মো. ওমর ফারুক (এশিয়ান টিভি), মো. জাকারিয়া মাহমুদ (মাই টিভি), জাহিদ হাসান মুন্না (আনন্দ টিভি), আমিনুল ইসলাম বাবু (চ্যানেল এস), সেলিম তালুকদার (ডেইলি স্কাই), মো. শাহান আলী (দৈনিক গণমুক্তি), তৌয়ব আলী (মাতৃজগৎ), মো. মনোয়ার হোসেন (বার্তা প্রবাহ), মো. জাকারিয়া হোসেন (বাংলাদেশ প্রতিদিন খবর), সবুজ হোসেন রাজা (দৈনিক স্বাধীন বাংলা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও দৈনিক যুগের সাথি পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মাহমুদ।
কেক কাটার পর সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু বলেন, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গত ১৩ বছর ধরে দেশের মফস্বল সাংবাদিকদের অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।”
এ সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল বলেন,
“বিএমএসএফ সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাংবাদিক রোকনুজ্জামানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে অন্যায়ভাবে সাজা দেন, সেখানে বিএমএসএফ সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিএমএসএফ-এর ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন।