১৭৩


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা থানার চক নারায়ণপুর এলাকা থেকে ১৭ বছর আগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মনিরুল ইসলাম লিটন (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার লিটন বাঘা থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে হন্যবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার হওয়ার ঘটনায় ২০০৮ সালে তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা হয় এবং আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে।
গ্রেফতারের পর লিটনকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।